ঠিকাদার পরিচয় বাকিতে পাথর ক্রয়, টাকা না পেয়ে মামলা দায়ের ব্যবসায়ি চেয়ারম্যানের

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৬:৫৬ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৬, ১৪:২৯

কোটি টাকার পাথর নিয়ে টাকা না দেওয়ার অভিযোগে  পঞ্চগড় আদালতে মামলা দায়ের করেছেন পাথর ব্যবসায়ি ও তেতুঁলিয়া উপজেলার ভজনুপর ইউনিয়ন(ইউপি) পরিষদের চেয়ারম্যান মসলিম উদ্দীন।অভিযুক্ত ব্যক্তি হলেন, নীলফামারী জেলার নীলফামারী পৌর সভার ২নং ওয়ার্ডের বাবুপাড়া এলাকার শাহ   আনোয়ার হোসেন। বাবার নাম খয়রাত আলী। আনোয়ার হোসেন নিজেকে ঠিকাদার হিসেবে পরিচয় দেন।

মামলার সূত্র ও পাথর ব্যবসায়ী ভজনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান   মসলিম উদ্দীনের অভিযোগে জানা যায়, পাথর ব্যবসার সূত্রে পরিচয় হয় আনোয়ার হোসেনের সাথে। এমতাবস্থায় তার সাথে পাঁচ বছর যাবত ব্যবসায়ীক আদান প্রদান চলতে থাকে। 

ঘটনার এক পর্যায়ে মসলিম উদ্দীনের কাছ থেকে আনোয়ার হোসেন ৯৫ লাখ ৫০ হাজার টাকার পাথর বাকিতে ক্রয় করেন। সেই টাকা নগদে না দিয়ে পূবালী ব্যাংক নীলফামারী শাখায় আনোয়ার হোসেন তার স্বাক্ষরিত একটি চেক প্রদান করেন। যার চেক নং- অও০০-ঔ-অ-৩০২৮৩০৪। চেক প্রদান কালে আনোয়ার হোসেন জানান বাংলাদেশের যে কোন শাখা থেকে ওই চেকের টাকা উত্তোলন করা যাবে।
এরপর মসলিম উদ্দীন তার স্থানীয় ভজনপুর সোনালী ব্যাংক শাখায় ওই চেকটি দেন, আনোয়ারের অ্যাকাউন্টটি চেক করা হলে দেখা যায়, সেই অ্যাকান্টটি ভূয়া এবং আগে থেকে বøক করা।

ওই অ্যাকাউন্টে কোন লেনদেন নাই, টাকা না দেওয়ার উদ্দেশ্যে প্রতারণা করে সেই চেকটি ভুক্তভোগী মসলিম উদ্দীনকে দেওয়া হয়।পরবর্তীতে বিষয়টি চেক প্রদানকারী প্রতারক আনোয়ারকে জানানো হলে তিনি টাকা না দিয়ে টালবাহানা করতে থাকে। এতে  সময় অতিবাহিত হতে থাকে।

এরই প্রেক্ষিতে নিরুপায় হয়ে টাকা পেতে মসলিম উদ্দীন বাদী আমলী আদালত-৪ তেতুঁলিয়া ,পঞ্চগড়-এ একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২৪৩/২০২৩। প্রতারণার শিকার মসলিম উদ্দীন ন্যয় বিচার পেতে আদালতে মামলাটি দায়ের করেন বলে জানান তিনি।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত