শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন আদমদীঘির ইউএনও

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ১৮:৫৩ |  আপডেট  : ৩০ এপ্রিল ২০২৪, ১৮:১০

ঠান্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠান্ডা আর ঘন কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়। শীতার্তদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত (কম্বল) গত রবিবার রাতে উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন প্লাটফর্মে অসহায়, দরিদ্র, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার।

উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়  বলেন, প্রচন্ড শীতে গ্রামের অসহায় দুঃস্থ ব্যক্তি যারা গরম কাপড় কিনে পরতে পারছেনা। তাদের মাঝে কম্বল বিতরণ করা শুরু করেছি। প্রথম দিন সান্তাহার পৌর এলাকার কিছু কিছু জায়গায় কম্বল বিতরণ করেছি। পর্যায়ক্রমে অন্যান্য জায়গায়  শীতার্ত, অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত