শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় কার্গোর চালকসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

  কাজী দীপু, মুন্সীগঞ্জ 

প্রকাশ: ৭ এপ্রিল ২০২১, ১৬:০৭ |  আপডেট  : ২৮ এপ্রিল ২০২৫, ১৪:২৬

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় কার্গোর চালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) বাবুলাল বৈদ্য মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ বন্দর থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় হত্যার উদ্দেশ্যে বেপরোয়া গতিতে পণ্যবাহী কার্গোটি চালিয়ে লঞ্চটি ডুবিয়ে ৩৪ জনের প্রাণহানি ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় হত্যার অভিযোগ এনে কার্গো জাহাজের চালকসহ সংশ্লিষ্ট অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। কার্গো জাহাজটি জব্দ করাসহ এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের মদনগঞ্জ এলাকায় নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে কার্গোর ধাক্কায় ডুবে যায় লঞ্চটি। এ ঘটনায় ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত