শিল্পপতি জালাল উদ্দিন চৌধুরীর ইন্তেকাল
 গ্রামনগর বার্তা রিপোর্ট
  গ্রামনগর বার্তা রিপোর্ট
                                    
                                    প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১২:১০ | আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ২২:৪৬
 
                                        
                                    থাইল্যান্ডে মারা গেলেন চট্টগ্রামের ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডিএম জালাল উদ্দিন চৌধুরী। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় ব্যাংককের একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ২ পুত্র, ৪ কন্যা ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা এমডিএম জালাল উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। এ জন্য দীর্ঘদিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাকে দেশে আনার পর নামাজে জানাজার সময়সূচি জানানো হবে।
এমডিএম জালাল উদ্দিন চৌধুরী ১৯৩৯ সালে চট্টগ্রামের মিরসরাইয়ের ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের সমজিদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা বজলুছ ছোবহান চৌধুরী ছিলেন একজন সমাজসেবক ছিলেন। জালাল চৌধুরী ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরীর ছোট ভাই এবং লায়ন্স গভর্নর ও ক্লিফটন গ্রুপের সিইও এমডিএম মহিউদ্দিন চৌধুরীর বড় ভাই।
এদিকে তার মৃত্যুতে শোকপ্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিজিএমইএ ফোরাম পর্ষদের নতুন পার্টি প্রেসিডেন্ট, এশিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা ও বিজিএমইর সাবেক প্রথম সহ-সভাপতি এবং পরিচালক মোহাম্মদ আবদুস সালাম।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            