শিমুলিয়া ঘাট থেকে ৬ জুয়াড়ি আটক, এক মাসের কারাদণ্ড
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ১০:০২ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১২:১৪
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে বৃহস্পতিবার দুপুরে জুয়াখেলা অবস্থায় ৬ জনকে আটক করেছে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ। পরে আটকদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাত নয়টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড দেন। আটক জুয়াড়িরা হচ্ছে লৌহজং উপজেলার কুমারভোগ গ্রামের মতি মাদবরের ছেলে সুমন হোসেন মাদবর (৩৮), শিমুলিয়া গ্রামের আমজাত আলী ভিস্তির ছেলে মো. নুরুল হক (৩৮), দক্ষিণ মেদিনীমণ্ডল গ্রামের আবদুল গণি খানের ছেলে আবদুর রহিম খান (৪৫), একই গ্রামের মোহাম্মদ মল্লিকের ছেলে বাদশা মল্লিক (৩০), মৃত আলাউদ্দিন হাওলাদারের ছেলে ফেরদৌস হাওলাদার (৩০), মাহমুদ মোল্লার ছেলে লতিফ মোল্লা (৩২)।
গত রবিবার শিমুলিয়া ঘাটে জুয়া খেলার ছবি তোলায় লৌহজংয়ের সমকাল প্রতিনিধি মিজানুর রহমান ঝিলুর উপর হামলা চালায় জুয়াড়িরা। তাঁকে অকথ্য নির্যাতন করে হত্যাচেষ্টা চালায়। তিনি সে যাত্রায় প্রাণে বেঁচে যান। এ ঘটনায় ঘটনার দিন রাতে পদ্মা সেতু থানায় সুমন মাদবর ও শামীম মাদবরের নাম উল্লেখসহ ৮-১০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়। সোমবার ভোরে সুমন মাদবরকে আটক করে পুলিশ। এরপর থেকে পুলিশ এলাকায় জোর অভিযান চালায়। গতকালের আটক জুয়াড়িদের মধ্যে অন্তত দুজনকে সমকালের লৌহজং প্রতিনিধির উপর হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত