শিবচরে ঘরের মধ্যে থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

  এসআর শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪০ |  আপডেট  : ১৪ অক্টোবর ২০২৫, ১২:০১

মাদারীপুরের শিবচরে ঘরের মধ্যে থেকে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১ টার দিক জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাঁচিকাটা গ্রামের মৃত সাদেক হাওলাদারের স্ত্রী রেনু বেগমকে (৬০) মোবাইল ফোনে সাড়া না পেয়ে তার মেয়ে প্রতিবেশীদের ফোন করে। পরে প্রতিবেশী লোকজন রেনু বেগমের ঘর তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে জানালা দিয়ে ভিতরে বিছানায় রেনু বেগমকে শুয়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে তালা ভেঙ্গে ঘরের ভিতর থেকে গলাকাটা অবস্থায় রেনু বেগমের লাশ উদ্ধার করে। ঘরের মধ্যে বিভিন্ন মালামাল ছড়ানো ছিল। রেনু বেগমকে হত্যা করে চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারনা। গত প্রায় এক মাস আগেও এই ঘরে একবার চুরির ঘটনা ঘটেছিল। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরনের প্রস্তুতি নিচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত