শিবচরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৭:৪৯ | আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৪

মাদারীপুরের শিবচরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিশেষমেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরীফাউন্ডেশন এ বৃত্তি প্রদান করেন।
বুধবার (২৭ আগষ্ট) সকালে শিবচর উপজেলা মাদবরেরচর রহিমউদ্দীনমাদবর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মাদবরেরচর আর এম উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি ও প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরীফাউন্ডেশনের আয়োজনে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিশেষমেধাবৃত্তি প্রদান করা হয় ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধা বৃত্তি প্রদান করেন শিবচরউপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এইচ এম ইবনে মিজান।
এ সময় অন্যদের মাঝে উপস্তিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ডাঃমোজাম্মেল হোসেন চৌধুরী।মাদবরেরচর আর এম উচ্চ বিদ্যালয়েরপ্রধান শিক্ষক জনাব মোঃ মোতালেব শিকদার, প্রফেসর মোয়াজ্জেমহোসেন চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক জনাব ডাক্তার মাইনুল হাসানচৌধুরী, সব্যসাচী লেখক জনাব শিকদার আব্দুস সালামসহ বিশিষ্টব্যক্তিবর্গ।পরে ৩২ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিশেষ মেধাবৃত্তি প্রদানকরা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত