শিবগঞ্জ উপজেলার আটমুল  ইউনিয়ন আ’লীগের বেলাল সভাপতি, মিজান  সা: সম্পাদক নির্বাচিত

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধিঃ

প্রকাশ: ২১ মার্চ ২০২১, ২০:২৫ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:২১

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল   ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার  আটমুল   সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ আব্দুল মান্নান শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আজিজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা ,  যুগ্ন সাধারন সম্পাদক সাগর কুমার রায়,দপ্তর সম্পাদক আল- রাজী জুয়েল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তরুণ কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা।এসময় উপস্থিত  ছিলেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক,  জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা,সদস্য অধ্যক্ষ শহীদুল ইসলাম দুলু, জেলা পরিষদের সদস্য আঃ করিম,  উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এম এ লতিফ,যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুল আলম,সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক,রেজাউল করিম চঞ্চল সহ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আটমুল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

সম্মেলনের ২য় অধিবেশনে সর্বমোট ১৮৬ জন কাউন্সিলর গোপন ব্যালেট এ তাদের ভোটাধিকার প্রয়োগ করে। বিনা প্রতিদন্দীতায়  বর্তমান সভাপতি বেলাল হোসেন  সভাপতি,  সর্বচ্চ ভোট পেয়ে বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান  পূণরায় সাধারণ  সম্পাদক নির্বাচিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত