শিবগঞ্জে ১১ ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেতে চান ৪১ জন প্রার্থী

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৪ অক্টোবর ২০২১, ১৫:০১ |  আপডেট  : ২১ নভেম্বর ২০২৪, ১৪:৪৯

২য় ধাপে নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১১ নভেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।তার মধ্যে শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে।তাছাড়া ১১নং মোকামতলা ইউনিয়নে ভোট গ্রহন ৩য় ধাপে অনুষ্ঠিত হবে বলে স্থানীয় নির্বাচন অফিস সুত্রে জানা গেছে। তাই এইসব ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী যাচাই-বাচাই প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আ.লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ৪১ জনের নামের তালিকা বাছাইয়ে ব্যাপক তৎপরতাসহ আবেদন সংগ্রহ করছেন স্থানীয় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। তবে দলীয় মনোনয়ন পেতে এদের মধ্যে প্রাথমিকভাবে যাচাই-বাচাই সম্পন্ন করে সুপারিশসহ জেলা কমিটি ও কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ আব্দুল মান্নান শেখ। 

জানা গেছে, শিবগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা তাদের স্বস্ব আবেদনপত্র দলীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমাও দিয়েছেন।  ১নং ময়দানহাট্টা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ মেজবাউল আলম মেজবা, সাধারণ সম্পাদক আপেল আহম্মেদ মেহেদুল, বর্তমান ইউপি চেয়ারম্যান এস এম রুপম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহনাজ খাতুন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ তোতা, জিহাদ সরদার, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর। ২নং কিচক ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছে বর্তমান চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির চৌধুরী, সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম ফকির, বর্তমান ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী সাজু, ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম চৌধুরী লিটন। ৩নং আটমুল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে যথাক্রমে: ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তরুণ সমাজসেবক গোলাম সাকলায়েন রাব্বী, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান রঞ্জু ও রেফাজ উদ্দীন। ৪নং পিরব ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন বর্তমান জেলা পরিষদের সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুল করিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী ফকির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মকবুল হোসেন এর পুত্র মিল্টন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক। উপজেলার ৫নং মাঝিহট্ট ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল গফুর মন্ডল , ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ কামাল তালুকদার,সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম শামসুল হক ও সমাজসেবক তরিকুল ইসলাম। ৬নং বুড়িগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চ ল, সদস্য শামছুত তায়ালা খুররম,ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান। ৭নং বিহার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোনায়েম হোসেন ইকবাল , বর্তমান চেয়ারম্যান মহিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মতিউর রহমান মতিন। ৮নং শিবগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থীদের মধ্যে তরণ সমাজসেবক, সাবেক ছাত্রনেতা রাকিব আকন্দ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম ও ইউনিয়ন যুবলীগের সভাপতি শাফিউল ইসলাম সরকার শাফি। ৯নং দেউলী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ মোঃ মনোয়ারুল ইসলাম শাহীন,ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, ব্যবসায়ী নেতা সাজ্জাদ হোসেন টুটুল, ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক শহীদুল ইসলাম মর্তুজা। ১০নং সৈয়দপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী একজন। এ কারণে একক প্রার্থীর নাম পাঠানো হয়েছে তিনি হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহাতাব উদ্দীন। ১২ নং রায়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কাজী। 

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিজুল হক বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় চেয়াম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা জেলা কমিটির কাছে প্রেরণ করা হয়েছে। তবে নির্বাচন পরিচালনা কমিটি যাকে মনোনয়ন ও প্রতীক বরাদ্দ দিবে, সেই দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে থাকবেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত