শিবগঞ্জে গৃহবধূর চুল কেটে নির্যাতনের অভিযোগ সতীনের বিরুদ্ধে

প্রকাশ: ৯ মে ২০২৫, ১৯:০০ | আপডেট : ১০ মে ২০২৫, ০০:১৯

বগুড়া শিবগঞ্জ উপজেলায় শ্রীমতি বীনা রানী(২৮) নামের এক গৃহবধূকে নির্যাতনের একপর্যায়ে চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সতীন স্বপ্না রানী সহ কয়েকজনের বিরুদ্ধে। এ নিয়ে বৃহস্পতিবার ( ৮ মে) বিকালে ভুক্তভোগী বাদী হয়ে স্বপ্নাসহ তিনজনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী শ্রীমতি বীনা রানী বলেন ১০ বছর পৃর্বে উপজেলার আটমুল ইউনিয়নে কুড়াহার মন্ডলপাড়া গ্রামের শ্রী বিপুল চন্দ্র এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তার স্বামী কোর্টের মুহুরি তাদের ঘরে ৩ বছরের একটি মেয়ে সন্তান আছে। কিছুদিন পৃর্বে জানতে পারি পৌরসভার বানাইল গ্রামের শ্রী সাধন কুমার মহন্তের মেয়ে শ্রীমতি স্বপ্না রানীর সাথে আমার স্বামী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে আমার স্বামীকে বারবার জিজ্ঞেস করিলে সে তা অস্বীকার করে আসে। ঘটনার দিন বৃহস্পতিবার ( ৮ মে) বিকালে স্বপ্নার বাড়ি গিয়ে আমার স্বামীর সাথে তার কিসের সম্পর্ক জানতে চায়। তখন সে বলে আমি তোর স্বামীকে বিয়ে করেছি। আমি বিয়ের ডকুমেন্ট দেখতে চাইলে স্বপ্না তার মা সপ্তমী রানী এবং বোন কুমারী পুতুল রানী এলোপাথারীভাবে আমাকে মারপিট করতে থাকে । একপর্যায়ে তার বোন আমাকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ধরে রাখে আর স্বপ্না ব্লেড ও কাচি দিয়ে আমার চুল কেটে দেয়।
ভুক্তভোগীর স্বামী বিপুল বলেন আমি স্বপ্নাকে বিয়ে করেছি। আমি শুনেছি বীনা রানী ( মেজ বউ) নিজে নিজে চুল কেটে স্বপ্নাকে( ছোট বউ) ফাঁসানোর চেষ্টা করছে। প্রশাসন তদন্ত করে করে যদি দেখে স্বপ্না ও তার পরিবারর তার মাথার চুল কেটেছে তাহলে তারা শাস্তি পাক। আর যদি সে নিজে নিজে চুল কাটে তাহলে আমি নিজে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।
অভিযুক্ত সতীন স্বপ্না ও তার মা তাদের ওপর ওটা অভিযোগ অস্বীকার করে বলেন সে নিজে নিজে চুল কেটে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত