শিবগঞ্জে ১০১ বোতল ফেন্সিডিলসহ তিন নারী গ্রেফতার

প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ১৯:২৮ | আপডেট : ১৪ মে ২০২৫, ১৫:০২

বগুড়া শিবগঞ্জে ১০১ বোতল ফেন্সিডিলহ তিন নারী মাদক ব্যাবসয়ীকে আটক করছে শিবগঞ্জ থানা পুলিশ । বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলায় মোকামতলা এলাকায় অটোরিকশার যাত্রীদের তল্লাসী করে ১০১ বোতল ফেন্সিডিলসহ তিন নারীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন, দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি গ্রামের বাসিন্দা মীম খাতুন (২৫), রহিমা খাতুন (৪০) ও মেরিনা খাতুন (৩২)। এ তথ্যগুলো নিশ্চিত করেন শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রুম্মান হাসান।
এসআই রুম্মান হাসান বলেন, ‘গ্রেফতার হওয়া তিন নারী সিএনজি চালিত অটোরিকশায় করে ফেন্সিডিল নিয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। তারা সিমেন্টের বস্তায় ফেন্সিডিল রেখেছিলেন।’
তিনি বলেন, ‘পথে অটোরিকশা চালকের সন্দেহ হলে, তিনি পুলিশকে ফোন করেন। অটোরিকশা চালকের ফোনে অভিযান চালানো হয়। অভিযানে ফেন্সিডিলসহ ওই তিন নারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত