শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়
রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৫১ | আপডেট : ৬ ডিসেম্বর ২০২৫, ২৩:৫৪
বগুড়ার শিবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা জামায়াতের আয়োজনে উপজেলা জামায়াতের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, "বিগত সময় যারা ক্ষমতায় ছিলো তারা জনগণের জন্য কোনো কাজ করেনি। শিবগঞ্জের রাস্তা-ঘাটের বেহাল দশা। নামমাত্র যেটুকু করেছে তা কিছুদিন পরেই ধসে পরে গিয়েছে। শিক্ষাব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি। হতদরিদ্ররা যে সুবিধা পাওয়ার কথা, তা সঠিকভাবে পায়নি।"
তিনি আরও বলেন, "আমি ১৯৯১ সালে এমপি হওয়ার পর এই শিবগঞ্জে ছোট-বড় ৬৫টি ব্রিজ করেছি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠা এমপিওভুক্ত করেছি এবং শিক্ষকদের বেতনের ব্যবস্থা করেছি। বিভিন্ন রাস্তাঘাট করেছি। তবে আমি যদি এবার এমপি নির্বাচিত হই, তাহলে শিবগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।"
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাছেত, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হালিম বিপ্লব, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান, নায়েবে আমির মাওলানা মোয়াজ্জেম হোসেন, জামায়াত নেতা এডভোকেট শাকিল উদ্দিন, কর্মপরিষদ সদস্য সুলতান মাহমুদ প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত