শিবগঞ্জে মিনা দিবস পালিত  

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া)  প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৩ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৬:১৪

 ‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ এই স্লোগানকে সামনে রেখে বগুড়া শিবগঞ্জে  মিনা দিবস পালিত হয়েছে।শনিবার সকাল ১০ টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এস.এম সরওয়ার জাহান। এসময় উপস্থিত ছিলেন  সহকারি উপজেলা শিক্ষা অফিসার পরিতোষ চন্দ্র সরকার, কৃষ্ণা তরফদার, রুমাইয়া নাসরিন, প্রধান শিক্ষক জালাল উদ্দিন, আব্দুল আলিম, সহকারি শিক্ষক আমিনুল ইসলাম, ফরিদ উদ্দিন সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত