শিবগঞ্জে বাংলাদেশ স্কাউটস এর ত্রৈ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৬ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৬:১৭
বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ স্কাউটস এর ত্রৈ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা শহীদ হাফিজার রহমান মিলনায়তনে শিবগঞ্জ উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক সম্মেলন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা শিক্ষা অফিসার সারোয়ার জাহান। এসময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, তাজুল ইসলাম, আব্দুল মান্নান, মুনছুর রহমান প্রমুখ।
ত্রৈ-বার্ষিক কাউন্সিলে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা সভাপতি ও সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও স্কাউটস শিক্ষকের মতামতের ভিত্তিতে উথলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। হাবিবুল আলম মাস্টার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় টিচার্স ক্লাব শিবগঞ্জের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন টিচার্স ক্লাবের সভাপতি মোকছেদুর রহমান দুলু, সহ-সভাপতি মাওঃ এমাদদুল হক, সাধারণ সম্পাদক আজিজার রহমান, সাংগঠনিক সম্পাদক জায়েদুল ইসলাম জিন্না, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, প্রচার সম্পাদক আবু হান্নান প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত