শিবগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ 

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ  

প্রকাশ: ২০ এপ্রিল ২০২১, ১৬:১৭ |  আপডেট  : ১৯ নভেম্বর ২০২৪, ১৫:১৪

বগুড়া শিবগঞ্জে ২০২০-২১ অর্থ বছরে খরিপ ১/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় উফসী আউস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক  কৃষক /কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।  বুধবার সকালে ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসে উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত)  মৌলি মন্ডলের সভাপতিত্বে ৩৬০ জন প্রান্তিক কৃষকদের বিজ- ৫কেজি, ডিএটি- ২০কেজি এবং এম ও পি- ১০ কেজি করে বিতরণ করা হয়। 

উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। উপজেলা কৃষি কর্মকর্তা আল- মুজাহিদ সরকার এর সঞ্চালনায়  এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক,  উপজেলা আওয়ামীলীগের সভাপতি  আজিজুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম,  উপ-সকারী কৃষি কর্মকর্তা মোঃ এজাজুল কামাল, মোজাম্মেল হক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট ইউনিয়নের উপ- সহকারী কৃষি অফিসার বৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত