শিবগঞ্জে প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ |  আপডেট  : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পে গাইনি বিশেষজ্ঞ ডা. রেজওয়ানা সাকী (এমবিবিএস, গাইনি) প্রায় চল্লিশ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল হালিম, উপদেষ্টা আলহাজ্ব জিন্দা হাসান রিটন, ব্যবসায়ী মেজবাউল হক। সার্বিক সহযোগিতা করেন পল্লী চিকিৎসক আমিনুর ইসলাম, রেজাউল ইসলাম, মেহেদুল ইসলাম, শাহরুল ইসলাম, রাজু আহমেদ, বিপ্লব কুমার এবং বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব কুমার ডন। এছাড়া শিক্ষার্থী দীপিকা রানী, চৈতি রানীসহ এলাকার বেশ কয়েকজন প্রবীণ এ আয়োজনে অংশ নেন।

আয়োজকরা জানান, প্রবীণদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে চিকিৎসার বিষয়ে সচেতন করে তুলতে নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত