শিবগঞ্জে প্রতারণার অভিযোগে ২ প্রতারক গ্রেফতার

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ 

প্রকাশ: ৭ আগস্ট ২০২১, ২০:১৩ |  আপডেট  : ২৪ নভেম্বর ২০২৪, ২৩:৫৪

সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ এদেরকে গ্রেফতার করেন। শুক্রবার (৬ আগস্ট) বিকেলে শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- শিবগঞ্জ থানার আটমুল ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের মৃত ফজলু হাজীর ছেলে আব্দুল ওয়াহাব (৩৫) ও আটমুল গ্রামের নওফেল আলী মন্ডলের ছেলে জাকারিয়া মন্ডল (৩২)। 

গ্রেফতারকৃত দুজন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আউট সোর্সিং এর মাধ্যমে চাকরি দেওয়ার কথা বলে এলাকার লোকজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আবার অনেকের কাছ থেকে টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রতারণার শিকার তিনজন ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত