শিবগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৯:১৭ | আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১১:০১

বগুড়ার শিবগঞ্জে আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার [১২ অক্টোবর) সকাল ৯ টায় শোলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠনের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এম রুহুল আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা শিক্ষা অফিসার কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিার গোলাম মাহবুব মোরশেদ প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এই কর্মসূচিতে উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৯৯ হাজার ৪ শত ২৮ জন শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মোট ১৮ কর্মদিবস। প্রথম ধাপে [১২–৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং দ্বিতীয় ধাপে [১–১৩ নভেম্বর) কমিউনিটি পর্যায়ে—গ্রাম ও শহরাঞ্চলে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত