শিবগঞ্জে চিকিৎসা-শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নের লক্ষে কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৯ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ০৬:৪২
মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ উচ্চ বিদ্যালয় সভাকক্ষে চিকিৎসা, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়ন সংগঠনের আয়োজনে স্কুল,মাদ্রাসা হেলথ প্রোগ্রাম উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ২৭ (সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে অত্র সংগঠনের চেয়ারম্যান ডা: মোঃ সানজিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়দানহাট্টা ইউপি সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা প্রোগ্রাম ডিরেক্টর মাহবুব আলম মানিক। এসময় বক্তব্য রাখেন ডাঃ মোঃ রকিবুল হাসান, ডাঃ রুহুল আলম, মোঃ ইশতিয়াক তানভীর, মোঃ হাসিবুল হাসান শান্ত, সমাজসেবক মেজবাউল হক, রাসেল মাহমুদ সবুজ, প্রধান শিক্ষক ছামছুল ইসলাম, আমিনুল ইসলাম, সিজু সরকার প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত