শিবগঞ্জে করোনায় জীবিকা হারানো নারীর পাশে পুলিশ

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ১৬:১৬ |  আপডেট  : ১৮ নভেম্বর ২০২৪, ০১:২৬

বগুড়ার শিবগঞ্জে করোনায় জীবিকা হারিয়ে দেহ ব্যাবসায় জড়ানো নারীর পাশে শিবগঞ্জ থানা পুলিশ। বগুড়া জেলা পুলিশ সুপারের নির্দেশে ওই নারীকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

জানা গেছে, রবিবার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার আটম‚ল ইউনিয়নের একটি পরিত্যক্ত একটি ক্লাব ঘরে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক জন যুবক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে থেকে এক নারীকে আটক করে থানায় নিয়ে আসে। আটকৃত নারী উপজেলার আটম‚ল ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানায় আটকৃত নারী করোনার কারণে কর্মহীন হয়ে পরায় সে দেহ ব্যবসায় জড়িয়ে পরেছে। বিষয়টি জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া বিপিএম বার কে অবগত করেন। 

পুলিশ সুপারের নির্দেশে ওই নারীকে থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম নগদ অর্থ সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান করেন। এর পাশাপাশি ওই নারীকে পুনবার্সনের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন কে দায়িত্ব প্রদান করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত