শিবগঞ্জে উপকারভোগীদের মাঝে ভিজিডি’র অর্থ বিতরণ

  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১০ মে ২০২১, ১৬:৩১ |  আপডেট  : ২৬ জুলাই ২০২৪, ০৫:২২

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১টি পৌরসভা ও ৩টি ইউনিয়নে বাংলাদেশ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতাঁয় ভিজিডি’র অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ১০ মে সোমবার সকাল ১০ ঘটিকা হতে স্বস্ব ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কার্যালয়ে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। শিবগঞ্জ পৌরসভায় ১৫৪০ জন উপকারভোগীদের মাঝে ভিজিডির অর্থ বিতরণ করেন শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, পৌর কাউন্সিলর রুহুল আমিন, শাহাদত জামান প্রমুখ। মোকামতলা ইউনিয়নে ১৮১২ জন উপকারভোগীদের মাঝে ভিজিডির অর্থ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোখলেছার রহমান খলিফা। 

এসময় উপস্থিত ছিলেন  ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিরুল ইসলাম, ইউপি সচিব হেলাল হাফিজ, উদ্যোক্তা ইউসুফ আলী প্রমুখ। আটমূল ইউনিয়নে ১৬৩৭ জন উপকারভোগীদের মাঝে ভিজিডির নগদ অর্থ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার শফিকুল ইসলাম, সচিব শফিকুল ইসলাম শিমুল, ইউপি সদস্য আল- ইমরান খন্দকার, গ্রাম পুলিশ সভাপতি মাসুদ রানা প্রমুখ। বুড়িগঞ্জ ইউনিয়নে ১২১১ জন উপকারভোগীদের মাঝে ভিজিডির নগদ অর্থ বিতরণ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব সিদ্দিকুর রহমান পল্টু, ইউপি সদস্য আব্দুল হান্নান, উদ্যোক্তা আশরাফুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, পূর্বে ভিজিডির চাল বিতরণ করা হলেও করোনা পরিস্থিতি বিবেচনায় এবার প্রত্যেক জন উপকারভোগীকে নগদ ৪৫০ টাকা করে প্রদান করা হয়। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত