শিবগঞ্জে আলেম ওলামাদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ৭ এপ্রিল ২০২১, ২০:২২ | আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৩:৪৪
বগুড়ার শিবগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণের বিদ্যামান পরিস্থিতি সম্পর্কিত, ভারতের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হেফাজতে ইসলামের হটকারিতা এবং সার্বিক আইনশৃক্সখলা বিষয় নিয়ে আলেম ওলামাদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার শহীদ হাফিজার রহমান অডিটোরিয়াম উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ-সোনাতলা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আরিফুর ইসলাম সিদ্দিকী, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু। এতে স্বাগত বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম। শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হরিদাস মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষানবিশ এএসপি অতনু চক্রবর্তী, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু, এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী, এসএম রুপম, মোজাফফর হোসেন, আব্দুল হাই।
এসময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, ইমাম মাওঃ আলমগীর হোসাইন, গুজিয়াহাট ফোরকানিয়া হাফেজি মাদ্রাসার মুহতামিম মাওঃ মনোয়ার হোসেন মাসুম, মহাস্থান মাহিসাওয়ার আলিম মাদ্রাসার অধ্য¶ মাওঃ আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন কাওমি মাদ্রাসার মুহতামিম, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ। সভায় বক্তারা কোভিড-১৯ থেকে সচেতন থাকাসহ সকল ধরণের সরকার বিরোধী কর্মকান্ড ও ধ্বংসাত্মক কর্মস‚চিতে থেকে বিরত থাকার জন্য আহবান জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত