শিবগঞ্জের নবাগত ইউএনওকে উপজেলা আ'লীগ সভাপতির শুভেচ্ছা 

  রশিদুর রহমান রানা  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৪ মে ২০২১, ১৯:০৭ |  আপডেট  : ১০ ডিসেম্বর ২০২৪, ০০:২১

বগুড়ার শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার হিসেবে উম্মে কুলসুম সম্পা যোগদান করায় সোমবার দুপুর ১২টার সময় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক । 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ লতিফ,বসাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ আব্দুল মান্নান শেখ, জেলা পরিষদের সদস্য আব্দুল করিম, কিচক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, আটমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পীরব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব শহীদুল ইসলাম, মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর , সাধারণ সম্পাদক আঃমান্নান, বিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ঠান্ডা, মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, রায়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মটু, শিবগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছার রহমান মুন্নু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আঃ ছাত্তার, পৌর যুবলীগের সভাপতি আজিজুল হক মিলন, যুবলীগ নেতা আল-আমিন ইসলাম সহ প্রমুখ।

উল্লেখ্য উম্মে কুলসুম সম্পা গত ১৭ ই মে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত