শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শ্রীনগরে প্রস্ততি সভা অনুষ্ঠিত

  নজরুল ইসলাম, শ্রীনগরে মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৬ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৬:০৫

 মুন্সীগঞ্জের শ্রীনগরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্ততি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ৩ টায় শ্রীনগর উপজেলা প্রসাশনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী এর সভাপতিত্বে সভায় অতিথী হিসেবে উপস্তিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মসিউর রহমান মামুন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভ‚মি মো: আবু বক্কর ছিদ্দিক,শ্রীনগর থানার ওসি  তদন্ত মো: কামরুজ্জামান,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আশিকুর রহমান, শ্রীনগর পূজা উৎযাপন কমিটির সভাপতি স্বপন মোদক,সাধারণ সম্পাদক অধির দত্ত,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার রায়,সাধারণ সম্পাদক তাপস কুমার দাস, কৃষি কর্মকর্তা শান্তনা রানী,শ্রীনগর পল্লিবিদ্যুত কর্মকর্তা মদন কুমার সাহা সহ শ্রীনগর উপজেলার ৮০ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত