লৌহজংয়ে ১১ জন দুঃস্থ-অসহায় ব্যক্তিদের মাঝে এককালীন অনুদান বিতরণ

  মিজানুর রহমান ঝিলু 

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ২১:৫৮ |  আপডেট  : ৩ এপ্রিল ২০২৫, ১৫:১০

লৌহজংয়ে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ১১ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এককালীন অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুদান বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সীর সঞ্চালনায় ইউএনও মো. নেছারউদ্দিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আ বদুল্লাহ আল-ইমরান উপকারভোগীদের মাঝে অনুদানের চেক তুলে দেন। উজ্জ্বল মুন্সী জানান, দুর্ঘটনাজনিত, জটিল রোগে আক্রান্ত ও বিভিন্ন সমস্যাজর্জরিত কারণে অসহায় ব্যক্তিদের মাঝে ১ লাখ ৬৬ হাজার টাকা বিতরণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত