লৌহজংয়ে হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১ এপ্রিল ২০২৩, ১১:৩০ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০০:৫৭
গতকাল লৌহজংয়ের হলপট্টি একটি হোটেলে লৌহজং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ ছাত্র ঐক্য পরিষদের বিশেষ বর্ধিত সভা বিগত সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি সমাজসেবক শিক্ষানুরাগী সুধাংশু কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামলাল বনিক, বঙ্কিম মন্ডল মন্ডল। উপজেলার সকল ইউনিটের ১০ টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে সভা শুরু হয়। সভায় ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা ঐক্য পরিষদ ও ৩৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন এবং বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। এছাড়া চমক দাস কে সভাপতি, নবীন বরন রায়কে সাধারণ সম্পাদক করে ছাত্র ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত