লৌহজংয়ে শিশু হিমু হত্যার প্রতিবাদে মানববন্ধন
 লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
  লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা 
                                    
                                    প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ১৭:৫৬ | আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১০:৪৫
 
                                        
                                    মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১০ বছরের কন্যাশিশু হুমায়রা হিমু হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ১০টায় উপজেলার কনকসার ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে দ্রুত হিমু হত্যার জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়।
          
এ সময় উপস্থিত ছিলেন কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মনির হোসেন মোড়ল, একই  ইউনিয়ন থেকে আসন্ন ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিদ্যুৎ আলম মোড়ল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সকল শ্রেণিপেশার মানুষ।
          
গত বুধবার বিকালে উপজেলার কনকসার ইউনিয়নের কাহেতারা গ্রামের বাসিন্দা হানিফ বেপারীর কন্যা হুমায়রা হিমু নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় হিমুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় লৌহজং থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            