লৌহজংয়ে শিমুলিয়া ফেরি ঘাটে ঝড়ের তান্ডবে পল্টুন বিচ্ছিন্ন

  লৌহজং(মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২১, ১৯:১১ |  আপডেট  : ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৩

বুধবার ঘুর্নিঝড় ইয়াসের প্রভাবে প্রচন্ড ঢেউয়ের চাপে ভেঙ্গেগেছে শিমুলিয়া ২ নং ফেরি ঘাটের পল্টুন। এদিকে ঝড়ের কারনে নদী উত্তাল থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে  লঞ্চ  ফেরি সহ  সব ধরনের নৌযান  চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় পাচঁ শতাধিক যানবাহন ও কয়েক হাজার যাএী। 

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহাম্মেদ জানান, সকাল থেকে নদী উত্তাল থাকায় প্রবল ঢেউয়ের কারনে ২ নং পল্টুনটি সম্পর্ন ভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘাটের পাশেই অংশ গুলুকে নোঙ্গর করে রাখা হয়েছে। সে ঘাটে থাকা ফেরি নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। 

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ-মহা ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, ঘুর্নিঝড় ইয়াসের প্রভাবে নদী উত্তাল থাকায় ভোর সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছেন তারা। এর আগে থেকে গতকাল মঙ্গলবার এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত