লৌহজংয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

  স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ১২:২২ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ২১:৩২

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মেহেদী হাসান। নির্বাচনে মেহেদী হাসান বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেনকে ৬-৩ ভোটে পরাজিত করে বিজয়ী হন।

নিয়ম অনুসারে গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে  প্রথম সভায় সভাপতি নির্বাচনের বিষয়টি ধার্য করা হয়। ১২০ বছরের প্রাচীন বিদ্যালয়টির সভাপতি নির্বাচন টানটান উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

গত ১৪ সেপ্টেম্বর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বিজয়ী চার পুরুষ অভিভাবক প্রতিনিধি, একজন সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দুজন পুরুষ শিক্ষক প্রতিনিধি, একজন সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি ও একজন দাতা সদস্য নির্বাচনে অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব ও নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর। তাঁকে সহযোগিতা করেন উপজেলা একাডেমিক সুপার মো. সোহেল হায়দার খান।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত