লৌহজংয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪২ | আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৩২

জলাতংক নির্মূলে, কাজ করি সবাই মিলে- প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ও সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার। উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মহিউদ্দিন খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদুল আলম। ডা. ফাহমিদা লস্কর জানান, ২০০৭ সাল থেকে বাংলাদেশসহ এশিয়ার অন্তত ১২টি দেশে এই দিবসটি পালন শুরু হয়। জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং দীর্ঘমেয়াদে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যই এই দিবসের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলাতঙ্ক এমন একটি রোগ যার মৃত্যুহার শতভাগ। একবার রোগের লক্ষণ প্রকাশ পেলে পৃথিবীর কোনো ওষুধ বা চিকিৎসাই আর কার্যকর হয় না। তবে সুখবর হলো সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এটি সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত