লৌহজংয়ে বর এলো হেলিকপ্টারে চড়ে        

  লৌহজং প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ২০:০৯ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৫:৫৬

শুক্রবার বিকেল ৪ টায় মুন্সিগঞ্জের লৌহজংয়ের খিদির পাড়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের সিরাজুল ইসলাম শেখের ছেলে রিদয় হাসান বর বেসে হেলিকপ্টারে চড়ে পাশের গ্রাম বালিগাঁওয়ে এলো। বালিগাওঁ আমজাদ আলী কলেজ মাঠে এসে হেলিকপ্টার নামতেই শত শত উৎসুক মানুষ এসে ভীড় জমায় বর আর হেলিকপ্টারটি দেখতে। কনে  বালিগাওঁ গ্রামের ব্যবসায়ী ও বালিগাঁও আমজাদ আলী কলেজের গর্ভনিং বডির সদস্য মাহবুব আলম রিপনের মেয়ে মরিয়ম বিনতে রিমি। জানাযায় বর রিদয় হাসান প্রবাসে থাকেন বিয়ের জন্য দেশে  এসেছেন। বিকেল সাড়ে ৫টায় বিয়ের সব কাজ সম্পুর্ন হওয়ার পর বর আর কনেকে বিদায় দিয়ে এলাকার শত শত মানুষ জড়ো হয় কলেজ মাঠে। বর কনে হেলিকপ্টারে উঠতেই নিমিষেই আকাশে উঠে যায় হেলিকপ্টারটি। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত