জাতীয় নির্বাচনের আগে যারা গণভোট চান, তারা দেশকে সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছেন
লৌহজংয়ে ড. আসাদুজ্জামান রিপন
মিজানুর রহমান ঝিলু, লৌহজং
প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ১০:৩৮ | আপডেট : ২ নভেম্বর ২০২৫, ২০:১০
বিএনপির ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, জাতীয় নির্বাচনের আগে যারা গণভোট আয়োজনের আহ্বান জানাচ্ছেন, তারা জাতীয় নির্বাচনকে না বুঝে বড়ো ধরনের সংকটের দিকে ঠেলে দিচ্ছেন। এ ধরনের পরিস্থিতিতে ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে শেষমেশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ সম্পন্ন করা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
গতকাল শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে যুব সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। উপজেলা যুবদলের আয়োজনে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শাহ-আলম হোসেন রনি, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোশারফ হোসেন নসু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোলায়মান তপু ও সরকারি লৌহজং কলেজের ছাত্রদলের সাবেক সদস্য সচিব জহির আমিন দেওয়ান।
আসাদুজ্জামান রিপন আরও বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিকে 'না' বলুন। এ ছাড়া অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনকে 'না' বলুন। আর এসব সমস্যা শুধু লৌহজংয়ের নয় দেশের অনেক জায়গার সমস্যা।
আসাদুজ্জামান রিপন বলেন, 'আওয়ামী লীগ জনগণ ও ব্যাংকের টাকা লুট করে এদেশকে ফোকলা করে দিয়েছে, দেউলিয়া করে দিয়েছে। তাই একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন হওয়া দরকার। এতে করে দেশের অর্থনীতির সাশ্রয় হবে।' তিনি আরও বলেন, দিল্লিতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিরোধী রাজনীতি করার সুযোগ দিয়ে ভারত বাংলাদেশের জনগণের সাথে শত্রুতা অব্যাহত রেখেছে। ভারত যদি বাংলাদেশ বিরোধী নীতি থেকে সরে না আসে এবং বাংলাদেশের মানুষের পরিচালিত গণঅভ্যুত্থানে এদেশের মানুষের আকাঙ্ক্ষাকে সম্মান না করে, তাহলে ভারতের সাথে সম্পর্কে কোনো উন্নতি হবে না বলে তিনি মনে করেন।
সমাবেশের আগে বিকালে আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে উপজেলার ঘোড়দৌড় বাজার সেতু থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি লৌহজং কলেজ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত