লৌহজংয়ে কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

  মিজানুর রহমান ঝিলু

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ২১:২৯ |  আপডেট  : ২৩ অক্টোবর ২০২৫, ০১:৫৬

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন সবজি চাষাবাদ উৎসাহিত করতে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন।কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের ১ হাজার ২৩০ জন ক্ষুদ্র কৃষকের মাঝে শীতকালীন উচ্চ ফলনশীল (উফশী) শাকসবজি, মাঠে চাষযোগ্য শাকসবজি (হাইব্রিড) এবং রবি মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, খেসারি, লাউ, বেগুন, মিষ্টি কুমড়া, শশা, মটরশুটি, বাটি শাক, পালন শাক, মুলার বীজ এবং সার বিতরণ করা হয়।   
     
উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা জানান, বর্তমান সরকারের লক্ষ্য হলো দেশের কৃষকদের আত্মনির্ভরশীল করা এবং আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। এ ধরনের উদ্যোগ কৃষকদের উৎসাহিত করবে এবং উৎপাদন বাড়াতে সহায়তা করবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত