অল্প সময়, স্বল্প খরচ, সঠিক বিচার
লৌহজংয়ে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৭:১৪ | আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ২টা পর্যন্ত উপজেলা পরিষদের সভাকক্ষে কর্মশালার উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন। উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্প এ কর্মশালার আয়োজন করে।উপজেলা গ্রাম আদালতের সমন্বয়ক মো. সালাউদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রাম আদালতের জেলা ব্যবস্থাপক মো. কবির উদ্দিন। কর্মশালায় সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, ইউপি জনপ্রতিনিধি, গ্রাম আদালতের দায়িত্বপ্রাপ্ত সদস্য ও এলাকার নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কর্মশালা বাস্তবায়ন সহযোগিতায় ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)। গ্রাম আদালতের জেলা ব্যবস্থাপক মো. কবির উদ্দিন মূল প্রবন্ধ উপস্থাপনায় গ্রাম আদালতের সুফল উল্লেখ করে বলেন, অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার গ্রাম আদালতে পাওয়া যায়। ফৌজদারি ও দেওয়ানী বিভিন্ন বিরোধ সহজে মিটিয়ে দেয়া যায়। সভাপতির বক্তব্যে ইউএনও মো. নেছার উদ্দিন বলেন, তৃণমূল পর্যায়ে গ্রাম আদালত একটি পূর্ণাঙ্গ আদালত। গ্রাম আদালতে অপরাধ নয়, ছোট ছোট বিরোধ নিষ্পত্তিতে কাজ করা হয়। গ্রাম আদালতে বিরোধ এমনভাবে মিমাংসা করা হয় যেন দুপক্ষ ক্ষতিগ্রস্ত না হয়। কর্মশালা শেষে অনুভূতি ব্যক্ত করেন সরকারি লৌহজং কলেজের উপাধ্যক্ষ সহিদুর রহমান শিকদার, নারীনেত্রী সালমা পারভেজ, বীর মুক্তিযোদ্ধা তোপাজ্জল হোসেন শেখ বাদল ও লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. ফেরদাউস হিলাল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত