লৌহজংয়ে ঈদ উপহার বিতরণ করলো রাজিয়া-খলিলুর রহমান ফাউন্ডেশন
প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ১১:২১ | আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৪:৪৮
মুন্সীগঞ্জের লৌহজংয়ের হলদিয়া ইউনিয়নে ঈদ উপহার ও প্রাণঘাতী করোনাভাইরাসের প্রার্দুভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় এক হাজার তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে রাজিয়া-খলিলুল রহমান ফাউন্ডেশন।
এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৪০ কেজি চাল, ৫ কেজি পোলার চাল, ৫ লিটার ভোজ্য তেল, ৩ কেজি ডাল, ২ কেজি চিনি, এক কেজি লবন, সেমাই, গুড়া দুধ ইত্যাদি।
ফাউন্ডেশনের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান মৃধা শিপন ও এমডি জিল্লুর রহমান মৃধা রিপন প্রতি ঈদের আগে নিজেরা উপস্থিত থেকে বেশ কয়েক বছর যাবৎ সহস্রাধিক পরিবারের মাঝে ঈদ উপহার দিয়ে আসছেন।
তাছাড়া করোনা কালীন সময়ে লোকচক্ষুর আড়ালে বেশ কয়েকবার রাতের আধারে অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
নাম নয় দান এই বিশ্বাস নিয়ে রাজিয়া-খলিলুররহমান ফাউন্ডেশন তাদের কর্মকান্ড পরিচালনা করে আসছে। এলাকাবাসী তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত