লৌহজংয়ে আগুন কেড়ে নিলো আখতারের স্বপ্ন!  

  লৌহজং (মুন্সিগঞ্জ) সংবাদদাতা 

প্রকাশ: ১০ জুন ২০২৩, ১২:২৫ |  আপডেট  : ২ অক্টোবর ২০২৪, ১৪:৫৪

কনকসারে সম্প্রতি মারাত্মক অগ্নিকান্ডে ৬টি ঘর সম্পূর্ণ  ভস্মিভূত হয়। ঘরের সাথে একটি অটোরিকশা  আগুনে পুড়ে যায়। 

আখতার হোসেনের অভাবের সংসারে এই অটোরিকশাটি ছিলো ওর একমাত্র  সম্বল। আখতার এই অটোরিকশাটি হারিয়ে এখন কেবল কাঁদছে। বাকরুদ্ধ আখতার তার দু'টি সন্তান ও স্ত্রী সহ কী করবে ভেবে দিশাহারা। সমাজের ধনাঢ্য ব্যক্তিবর্গ ও সরকারি সাহায্য পারে আখতারকে নতুন একটি অটোরিকশা কিনে তাকে ভিক্ষুক না বানিয়ে সমাজে পূর্ণবাসন করতে। লৌহজংয়ের সমাজসেবিদের  এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তরুন সমাজকর্মীরা। 

ঘটনাস্থল উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আবদুল আউয়াল পরিদর্শন করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত