লৌহজংয়ের হলদিয়া মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশ: ১ অক্টোবর ২০২২, ১৩:৫৭ | আপডেট : ৬ মে ২০২৫, ২১:০৬

মুন্সীগঞ্জ লৌহজং উপজেলা হলদিয়া বাজার সংলগ্ন মাঠে গতকাল শুক্রবার ৩০ সেপ্টেম্বর বিকেল ৪ ঘটিকায় হলদিয়া জাগরণী সংঘ আয়োজিত হাজী মো.শহিদুল ইসলাম বেপারী স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় অংশগ্রহণ করে সাতঘরিয়া স্পুটনিক এসোসিয়েশন বনাম পূর্ব শিমুলিয়া ইয়াং ষ্টার। খেলায় সাতঘরিয়া স্পুটনিক এসোসিয়েশন পূর্ব শিমুলিয়া ইয়াং স্টারকে ট্রাইব্রেকারে ২-১ গোলে পরাজিত করে। অপর খেলায় সীমান্ত ট্রেডার্স ট্রাইব্রেকারে ভাই বন্ধু সমবায় সমিতিকে ৩- ১ গোলে পরাজিত করে। টুর্নামেন্টে ৪০টি দল অংশগ্রহণ করছে।
এসময় উপস্থিত ছিলেন হলদিয়া জাগরণী সংঘের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল সালাম খান, উপদেষ্টা শামসুল হক বেপারী, মো.আবুল কাসেম বাদল, সভাপতি কেএম শহীদুল ইসলাম মনুজ, সাধারণ সম্পাদক বিএম শোয়েব, সহ সভাপতি মো.মহসীন মোড়ল, সহ সাধারণ সম্পাদক পাবভেল শাহাবুদ্দিন, ও আব্দুল হালিম,সাংগঠনিক মো.আরিফ হোসেন নাইম বাবু, ক্রীড়া সম্পাদক মো.দেলোয়ার শেখ সহ-ক্রীড়া সম্পাদক মো.মোবারক হোসেন,ধর্ম বিষয় সম্পাদক লিটন শেখ, প্রচার সম্পাদক মনির হোসেন ঢালী, দপ্তর সম্পাদক খোরশেদ আলম মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন সদস্য আল মামুন খান,আল আমিন খান সিফার, আবু হজরত রানা,লক্ষণ সরকার প্রমুখ।
উল্লেখ্য, টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে নগদ একলক্ষ টাকা এবং রানার আপ দলকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হবে।
_1653984417.gif)
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত