লৌহজংয়ের বৌলতলী ইউনিয়ন পরিষদে অভিষেক অনুষ্ঠান
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫১ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৪:৪৫
মঙ্গলবার লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়ন পরিষদে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইউনিয়ন পরিষদ মাঠে। অভিষেক অনূষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মালেক শিকদারের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ সচিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৌলতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদার। বক্তব্য রাখেন, হাজী আব্দুল খালেক, মো. আওলাদ হোসেন, মো. মোস্তফা কামাল, মো. মজনু মীর্জা, মো. শফিকুল ইসলাম পলাশ মেম্বার প্রমুখ। এ সময় অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যগন এবং সাবেক সদস্য ও ইউনয়নের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত