লৌহজংয়ের বৌলতলী ইউনিয়ন পরিষদে অভিষেক অনুষ্ঠান

প্রকাশ : 2022-02-15 18:51:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ের বৌলতলী ইউনিয়ন পরিষদে অভিষেক অনুষ্ঠান

মঙ্গলবার লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়ন পরিষদে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইউনিয়ন পরিষদ মাঠে। অভিষেক অনূষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মালেক শিকদারের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ সচিবের  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল আউয়াল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৌলতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদার। বক্তব্য রাখেন, হাজী আব্দুল খালেক, মো. আওলাদ হোসেন, মো. মোস্তফা কামাল, মো. মজনু মীর্জা, মো. শফিকুল ইসলাম পলাশ মেম্বার প্রমুখ। এ সময় অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যগন  এবং সাবেক সদস্য  ও  ইউনয়নের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।