শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১ জুলাই ২০২৫, ১১:৫৬ |  আপডেট  : ১ জুলাই ২০২৫, ১৬:০৩

ফাইল ছবি

 

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ম্যাগাজিনকাণ্ডর পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (১ জুলাই) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজালাল বিমানবন্দরে সব ভিআইপি বা ভিভিআইপি ব্যাগেজ স্ক্রিনিং প্রক্রিয়ায় অধিকতর মনোযোগ বৃদ্ধি; সব এভিএসইসি সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা প্রদান; সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষ নির্দেশনা প্রদান; মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পর উচ্চ রিস্ক ব্যাগের জন্য ম্যানুয়াল চেকিং বাধ্যতামূলক করা; বিমানবন্দরে প্রবেশের সময় সব ফায়ার আর্ম বহনকারীর পূর্বানুমতি নিশ্চিতকরণ ও রেকর্ড সংরক্ষণ ও নিরাপত্তা বিঘ্ন ঘটলে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে তদন্ত কমিটি গঠন ও প্রতিরোধমূলক নির্দেশনা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত