লাল গালিচায় নগ্নতা প্রদর্শন, বের করে দেওয়া হলো অনুষ্ঠান থেকে
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৯ | আপডেট : ৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৮
সোমবার ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে এই তারকা যুগল আমেরিকান র্যাপার ও সঙ্গীত প্রযোজক কানিয়ে ওয়েস্ট আর তার বর্তমান সঙ্গী, অস্ট্রেলিয়ান মডেল বিয়াঙ্কা সেনসোরি শিরোনামে উঠে আসেন পোশাক বিতর্কের সূত্র ধরে।
লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় পৌঁছানোর পর, ওয়েস্ট ও সেনসোরি রেড কার্পেটে পা রাখেন, আর তখনই শুরু হয় আলোড়ন। ক্যামেরার সামনে ছবি তোলার সময় সেনসোরি তার গায়ের কালো পশমের কোট খুলে ফেলেন, যার নীচে কোনো পোশাকই ছিল না।
প্রথমে ক্যামেরার দিকে পেছন ফিরে দাঁড়ালেও পরে তিনি সম্পূর্ণ সামনে ঘুরে দাঁড়ান, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। কিছুক্ষণ পর ওয়েস্ট সরে দাঁড়ান, যাতে সেনসোরি এককভাবে ছবির জন্য পোজ দিতে পারেন।
সংবাদমাধ্যম পেজ সিক্স জানিয়েছে, ঘটনার কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তারক্ষীরা এসে তাদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। পরে তাদের একটি রুপালি রঙের ক্রোম কারে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে দেখা যায়।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সেনসোরির এই ব্যতিক্রমী পোশাক আসলে ‘ভালচারস’ অ্যালবামের কভার পুনর্নির্মাণের প্রচেষ্টা ছিল। ‘ভালচারস’ নামে একটি হিপ-হপ সুপারগ্রুপের প্রথম স্টুডিও অ্যালবাম, যেখানে কানিয়ে ওয়েস্টের সঙ্গে রয়েছেন জনপ্রিয় গায়ক টাই ডোলা সাইন।
জানা গেছে, লাল গালিচায় নগ্নতা প্রদর্শনের জন্য কানইয়ে ও তার স্ত্রীর হতে পারে জেল ও জরিমানা।
সোশ্যাল মিডিয়ায় অল্প সময়ের জন্য শুধুমাত্র টেলর সুইফটকে অনুসরণ করে সম্প্রতি আলোচনায় উঠে আসেন ওয়েস্ট। যদিও তাদের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন রয়েছে, তবে ২০২৫ সালের গ্র্যামিতে তাদের মুখোমুখি হওয়ার কোনো ঘটনা ঘটেনি।
এদিন সুইফট, ‘The Tortured Poets Department’ অ্যালবামের জন্য একাধিক বিভাগে মনোনীত ছিলেন, সেরা কান্ট্রি অ্যালবামের পুরস্কার দেওয়া হয় কিংবদন্তি গায়িকা বিয়ন্সেকে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত