রিয়ালকে রুখে দিল ভিয়ারিয়াল, জয় পেয়েছে পিএসজি-ম্যানসিটি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৯ |  আপডেট  : ১৬ মে ২০২৪, ০৩:৫৬

স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত সময় পার যাচ্ছিল রিয়াল মাদ্রিদের। ৬ ম্যাচে করে ফেলেছিল ২১ গোল। সেই রিয়াল শনিবার দিবাগত রাতে ঘরের মাঠে প্রতিপক্ষের জালের নাগালই পেল না! সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে ভিয়ারিয়াল।

এই ড্রয়ে ৫ পয়েন্টের ব্যবধানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করার সুযোগ হাতছাড়া হলো কার্লো আনচেলোত্তির শিষ্যদের। ৭ ম্যাচ থেকে তাদের সংগ্রহ এখন ১৭ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ আছে তৃতীয় স্থানে। আর ৫ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে অষ্টম স্থানে। অন্যদিকে ভিয়ারিয়াল চলতি মৌসুমে এখনো অপরাজিত আছে। যদিও ৬ ম্যাচের মাত্র ১টিতে জিতেছে তারা।

এদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে শুরুটা দারুণ করা পিএসজি জয়ের ধারা ধরে রেখেছ। মোঁপেলিয়েকে ২-০ গোলে হারায় মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। শনিবার রাতের এই ম্যাচে পিএসজির হয়ে একটি করে গোল করেন ইদ্রিসা গেয়ি ও ইউলিয়ান ড্র্যাক্সলার।

ঘরের মাঠে শুরু থেকে মোঁপেলিয়েকে চেপে ধরা পিএসজির হয়ে চোটের কারণে লিওনেল মেসি এ ম্যাচেও খেলতে পারেননি। তবে চতুর্দশ মিনিটে এগিয়েও যায় দলটি। আনহেল দি মারিয়ার কাছ থেকে বল পেয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন গেয়ি। ঝাঁপিয়ে পড়লেও বলের নাগাল পাননি গোলরক্ষক।

ম্যাচের একেবারে শেষে ৮৮তম মিনিটে দি মারিয়ার জায়গায় মাঠে নামেন ড্রাক্সলার। কয়েক সেকন্ড পর তাকে খুঁজে নেন নেইমার। বাকিটা সারেন জার্মান মিডফিল্ডার। তার শট সফরকারী গোলরক্ষকের দুই পায়ের ফাঁক গলে জালে জড়ায়।

লিগে ৮ ম্যাচে টানা অষ্টম জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে মার্সেই। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে মোঁপেলিয়ে।

এরআগে গ্যাব্রিয়েল জেসুসের একমাত্র গোলে চেলসিকে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে প্রথম হার উপহার দিল ম্যানচেস্টার সিটি। শনিবার চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজ থেকে ১-০ গোলে জয় নিয়ে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সিটির কোচ হিসেবে এটি স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার ২২১তম জয়। এটি আবার নতুন ক্লাব রেকর্ড। এর আগে এই ক্লাবের সবচেয়ে দীর্ঘ সময়ের কোচ লেস ম্যাকডোয়াল ২২০ ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিলেন।

চলতি মৌসুমে চেলসি ও ম্যানসিটি দুই দলই দুর্দান্ত ফর্মে আছে। স্বাভাবিকভাবেই জমজমাট লড়াইয়ের প্রতীক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু আশ্চর্যজনকভাবে সিটিজেনদের বিপক্ষে রক্ষণাত্মক ভূমিকায় হাজির হয় ব্লুজরা। অন্যদিকে পেপ গার্দিওলার দল যেন আক্রমণের পসরা সাজিয়ে বসে।  

পুরো ম্যাচে ১৫টি শট নেয় ম্যানসিটি, যার মধ্যে ৫টি আবার গোলমুখে। বিপরীতে চেলসি শট নেয় মাত্র ৫টি, যার একটিও গোলমুখে ছিল না। দুই দলের খেলার পার্থক্য এতেই পরিষ্কার। তবে সিটি জয় ছিনিয়ে নেয় জেসুসের করা একমাত্র গোলে।  

৫৩তম মিনিটের জর্জিনহোর হালকা পাস থেকে বল নিয়ে ৩০ গজ দূর থেকে তা প্রতিপক্ষের বক্সে পাঠিয়ে দেন হুয়াও কানসেলো। সেখান থেকে বল পেয়ে বাঁকানো শটে চেলসি গোলরক্ষক এদুয়ার্দো মেন্দিকে বোকা বানান ব্রাজিলিয়ান স্ট্রাইকার জেসুস।

গত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হারের প্রতিশোধ নেওয়ার পথে সিটি অবশ্য আরও কয়েকটি গোল করার সুযোগ পেয়েছিল। এর মধ্যে জেসুসের দ্বিতীয় গোলের প্রচেষ্টা রুখে দেন তারই স্বদেশী ডিফেন্ডার থিয়াগো সিলভা। এরপর ছয় গজ দূর থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন আয়মেরিক লাপোর্তে। এছাড়া ইংলিশ মিডফিল্ডার জ্যাক গিলিশের দুইবারের প্রচেষ্টা ব্যর্থ হয় মেন্দির কারণে।

চ্যাম্পিয়ন লিগের মহারণে মেসি-নেইমার-এমবাপ্পেদের পিএসজির মুখোমুখি হওয়ার আগে চেলসির বিপক্ষে জয় নিশ্চিতভাবেই গার্দিওলার শিষ্যদের আত্নবিশ্বাসে বাড়তি রসদ যোগাবে। আগামী ২৮ সেপ্টেম্বর রাতে মুখোমুখি হবে দুই জায়ান্ট। এরপর আগামী রোববার অ্যানফিল্ডে লিভারপুলের মোকাবিলা করবে গতবারের চ্যাম্পিয়নরা।

এই নিয়ে চলতি মৌসুমে ৬ ম্যাচে ৪ জয় এবং ১টি করে হার ও ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলো ম্যানসিটি। সমান জয়, ড্র ও হারে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধান পিছিয়ে থাকায় তিনে নেমে গেছে চেলসি। দিনের আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে হেরে বসা ম্যানচেস্টার ইউনাইটেড আছে এরপরের স্থানে। আর ৪ জয় ও ১ ড্রয়ে বাকি তিন দলের সমান পয়েন্ট নিয়েও শীর্ষে আছে লিভারপুল।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত