রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক পিছিয়েছে
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৩, ১৩:৪৫ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:২৫
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বঘোষিত ৫ নভেম্বরের বদলে আগামী ৯ নভেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) থেকে বিষয়টি জানানো হয়।
গত ১ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়। এ ক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
তফসিল ঘোষণার আগে ১-৫ নভেম্বরের মধ্যে সাক্ষাতের জন্য সময় চায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরনের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। এবারও তাই চাওয়া হয়েছিল। প্রথমে আগামীকাল রোববার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের দিন নির্ধারিত হলেও পরবর্তীতে তা পিছিয়ে ৯ নভেম্বর ধার্য করা হয়েছে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত