রাশিয়া বড় হামলার প্রস্তুতি নিচ্ছে- ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী
প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩১ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকোভ বলেছেন, রাশিয়া বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। আর এ হামলা শুরু হতে পারে ২৪ ফেব্রুয়ারিতে। গত বছর এই দিনেই রাশিয়া ইউক্রেনের হামলা শুরু করেছিল। খবর বিবিসির।
রেজনিকোভ আরও বলেছেন, মস্কো কয়েক হাজার সেনা জড়ো করেছে। এখন তারা গত বছরের হামলার বর্ষপূর্তি উপলক্ষে ‘কিছু করার চেষ্টা করবে’।
তবে ইউক্রেনের রাশিয়ার হামলা চলছেই। এরই মধ্যে ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে হামলায় তিনজন নিহত হয়েছেন। দোনেস্ক এলাকার একটি শহরে একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নর। তিনি জানিয়েছেন, এ হামলায় আহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।
এ হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সন্ত্রাস বন্ধের একমাত্র উপায় তাদের পরাজিত করা। ট্যাংক, যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েই তাদের হারাতে হবে।
সম্প্রতি জার্মানি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ট্যাংক দিয়ে ইউক্রেনকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। আর এ প্রতিশ্রুতির পর ইউক্রেন আবার যুদ্ধবিমান চেয়েছে এসব দেশের কাছে। তবে যুক্তরাষ্ট্র ও জার্মানি যুদ্ধবিমান দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে।
এসব হামলার মধ্যেই ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, নতুন হামলার জন্য রাশিয়া এখন প্রায় পাঁচ লাখ সেনা জড়ো করেছে। এদিকে ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন লাখ রিজার্ভ সেনা প্রস্তুত করার ঘোষণা দেন।
ওই সময় তিনি বলেছিলেন ‘রাশিয়ার অখণ্ডতা’ রক্ষায় সেনাসমাবেশ জরুরি। তবে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তিন লাখ রিজার্ভ সেনা জড়ো করার কথা বলা হলেও প্রকৃতপক্ষে এটি অনেক বেশি।
প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকোভ ফরাসি সংবাদমাধ্যম বিএফএম নেটওয়ার্ককে বলেছেন, ‘আনুষ্ঠানিকভাবে তারা তিন লাখ সেনার কথা বলেছে। কিন্তু আমরা যখন সীমান্তে তাদের সেনাদের দেখি, তখন দেখি এটি অনেক বেশি। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, তিন লাখের বেশি সেনা জড়ো করেছে তারা।’
যুক্তরাষ্ট্রভিত্তিক যুদ্ধবিষয়ক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) সাম্প্রতিক সময়ে জানিয়েছে, ‘রাশিয়া বড় সিদ্ধান্ত নিতে পারে’ এবং ইউক্রেনের পূর্ব দিকে ‘বড় হামলা’ চালাতে পারে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অবশ্য নিজেদের সক্ষমতার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার কথিত আসন্ন হামলা নিয়ে ইউক্রেনের সেনারা প্রস্তুতি নিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার বিশ্বাস আছে, ২০২৩ সালটি আমাদের সামরিক বিজয়ের বছর হতে পারে। তিনি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সেনারা যুদ্ধক্ষেত্রে যে সফলতা পেয়েছেন, সেটি বৃথা যেতে দেওয়া হবে না।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী যখন এসব কথা বললেন, তার কয়েক দিন আগেই ইউক্রেনের গোয়েন্দারা দাবি করেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর সেনা কমান্ডারদের নির্দেশ দিয়েছেন বসন্তের মধ্যে পূর্ব দিকে অবস্থিত ‘দনবাস’ পুরো দখল করতে হবে।
তবে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু দনবাস দখল করার লক্ষ্য নির্ধারণ করেছেন—এমন কোনো ইঙ্গিত তাদের কাছে নেই। স্টলটেনবার্গের দাবি, ইউক্রেনের অন্যান্য অঞ্চলেও হামলা চালানোর জন্য রাশিয়া এখনো নতুন অস্ত্র তৈরি, অস্ত্র সংগ্রহ ও সেনা সমাবেশ করে যাচ্ছে। তিনি বলেন, ‘পুতিন প্রতিবেশীকে নিয়ন্ত্রণ, ইউক্রেনকে নিয়ন্ত্রণ এবং দখলের পরিকল্পনা থেকে সরে এসেছেন—এর কোনো ইঙ্গিত আমরা পাইনি।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত