লৌহজংয়ে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি খননযন্ত্র মালিককে জরিমানা
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৭:০৮ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:০৫
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীর যশলদিয়া পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনটি খনন যন্ত্র জব্দ করা হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ কোস্টগার্ড পদ্মা-মাওয়া স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) আবদুল আউয়াল শিকদারের নেতৃত্বে এমবি শামান্তা লোড ড্রেজার, সিফাত লোড ও এমবি ইউসুফ সায়ান লোড ড্রেজার নামের তিনটি খননযন্ত্র জব্দ করা হয়। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খননযন্ত্রের তিনটির মালিকের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কায়েসুর রহমান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত