গোপনে শাহরুখের আলিবাগের বাংলোতে সুহানা-অগস্ত্য! পড়লেন ধরাও

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ |  আপডেট  : ২৭ মার্চ ২০২৫, ২১:৩৩

অমিতাভের নাতি অগস্ত্যর প্রেমে যে হাবুডুবু শাহরুখকন্যা সুহানা তা বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। কখনো বিদেশের মাটিতে রাতভর পার্টি, তো কখনো দিওয়ালিতে একসঙ্গে রাত্রিযাপন। কখনো আবার রেস্তরাঁ, ক্যাফেতে একান্ত আলাপচারিতায়, তো কখনো একসঙ্গে আউটিং। আর এবার চুপি চুপি শাহরুখের আলিবাগের বাংলোতে পৌঁছলেন সুহানা ও অগস্ত্য।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে- বছর শেষের পার্টির আয়োজন করতেই নাকি বাংলোতে গোপনে দেখা করেছেন এই স্টারকিড। আর তাই তো পাপারাজ্জিদের ক্যামেরার চোখ এড়াতে পারলেন না সুহানা ও অগস্ত্য। ছবি শিকারিরা রীতিমতো হাতেনাতে ধরে ফেলল এই দুই প্রেমিক জুটিকে।

বচ্চনদের পরিবারে সর্বসাকুল্যে এখন একটাই পুত্রসুন্তান। কারণ অভিষেক-ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যা। অন্যদিকে জয়া-অমিতাভের মেয়ে শ্বেতাকন্যা নভ্যা নভেলি। তিনি নাতি-নাতনিই বিগ বির চোখের মণি। তবে অগস্ত্য, দিদা জয়া আর মামা অভিষেকের খুবই প্রিয়। তার সঙ্গেই শাহরুখ-গৌরীর মেয়ে সুহানা খানের ‘প্রেমচর্যা’র জল্পনা ইন্ডাস্ট্রির অন্দরে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত