রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে মোদিকে যা বললেন বাইডেন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০৯:৫৪ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৫:১০

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সরাসরি ‘গঠনমূলক’ আলোচনা করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। একই সঙ্গে ইউক্রেনে সামরিক অভিযানের জন্য রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে ভারতের কাছে আরও সাহায্য চেয়েছে আমেরিকা।আল-জাজিরার প্রতিবেদন।

সোমবার বাইডেন ও মোদির মধ্যে এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর এদিন বিকালে সংবাদ ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেন, “বাইডেন মোদিকে বলেছেন যে মার্কিন প্রশাসন ভারতকে তেল আমদানিতে বৈচিত্র্য আনতে সাহায্য করতে পারে। একই সঙ্গে মস্কো থেকে জ্বালানি তেলের আমদানি বাড়ানো নয়াদিল্লির স্বার্থের মধ্যে পড়ে না।”

বাইডেন প্রশাসন ইতোমধ্যেই স্পষ্ট করেছে যে, তারা রাশিয়া থেকে ভারতের তেল আমদানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখতে চায় না।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে ভারত রাশিয়া থেকে বিশেষ ছাড়ে কমপক্ষে ১৩ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল কিনেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত