কাউনিয়ায় যৌথবাহিনীর অভিযানে কুর্শা ইউপি চেয়ারম্যান মজিদ গ্রেফতার
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৭ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ০৫:১১
রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মজিদকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রোববার ভোরে উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ মহেশা এলাকায় নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে রোববার সকালে রংপুর তাজহাট মেট্রো থানা পুলিশের কাছে সোপর্দ করে যৌথ বাহিনী। গ্রেফতারকৃত আব্দুল মজিদ রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও মহেশা গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে। তাজহাট মেট্রো থানার ওসি শাহ আলম সর্দার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাজহাট এলাকায় ছাত্র জনতার উপর হামলায় ওমর ফারুক নামে একজন আহতের ঘটনার মামলায় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ এজাহারভুক্ত আসামি। যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের পাঠানো হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত