পুলিশের গাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কা, এসআইসহ আহত ২

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৫০ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ০০:৫৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিউটিরত পুলিশের গাড়িতে দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় এসআইসহ দুজন আহত হয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গেল শনিবার দিবাগত রাত ৪টার দিকে মহাসড়কের তেতৈতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন বাড়ৈ ও গাড়িচালক মো. দিদার।

ওসি আমিনুল ইসলাম বলেন, শনিবার দিবাগত রাত ৪টার দিকে এসআই বিজন বাড়ৈ ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় টহল ডিউটিতে ছিলেন। এ সময় তেতৈতলা এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এসময় পুলিশের গাড়িটির সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়। এতে এসআই বিজন বাড়ৈ ও চালক মো. দিদার আহত হন। আল্লাহর রহমতে বড় ধরনের দুর্ঘটনা থেকে অফিসার এবং ফোর্স অল্পের জন্য রক্ষা পেয়েছে। কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সা/ই

 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত