রাজৈরে ২ ডায়াগনস্টিক সেন্টার ও এক ফার্মেসি মালিকের জরিমানা
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৩ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৫:৩২
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় ২ ডায়াগনস্টিক সেন্টার ও এক ফার্মেসিকে ২৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার টেকেরহাটে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। অফিস সূত্র জানায়, নিউ মডার্ন এক্স-রে অ্যান্ড প্যাথলজিকে প্যাথলজিক্যাল বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার হালনাগাদ মূল্য তালিকা না থাকার অপরাধে ৯ হাজার, টেকেরহাট সেন্ট্রাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার হালনাগাদ মূল্য তালিকার অতিরিক্ত টাকা আদায়ের অপরাধসহ বিভিন্ন অনিয়মের অপরাধে ১০ হাজার ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় অনাদী মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত